Posts

Showing posts from December, 2023

সম্পূর্না, an absolute ten on ten, so far!

Image
বিশ্বব্যাপী প্রাসঙ্গিকতা এই web series দেখে আমি স্তম্ভিত। I think the content has global relevance, since it not only addresses sexual molestation, it also highlights the evils of paedophilia ; পৃথিবীর অসংখ্য মানুষ এই রোগের শিকার। অতএব এই নিয়ে লেখা , বলা বা web series এর প্রয়োজন আছে বৈকি , তা সে যতই uncomfortable হোক না কেন। এঁচড়ে পাকা আমি একজন অতি সাধারণ মানুষ। একটুআধটু লিখি , তবে কোনদিনও ভাবিনি এই নিয়ে লিখবো। আসলে ' এঁচড়ে পাকা ' মন্তব্য-টি আমাকে নাড়িয়ে দিয়েছে। মুহুর্তের মধ্যে মনে হলো আমিই যেন সম্পূর্ণা আর ওর মামা কথাটা আমাকেই বলছেন। আমি বড় হয়েছি ঠাকুর চাকরদের সাথে। ছোটবেলা থেকে নাদুসনুদুস হওয়ায় অনেক বড়দের থেকেই molested হয়েছি। ফলে sex জিনিষটার প্রতি আমার একটা ঘেন্না জন্মেছিল। আমি ঐ ছোট্ট ছেলেটাকে যেন দেখতে পেলাম , আর তার অনেক অভিভাবক , domestic help এদেরও দেখলাম , সবাই যেন তাকে ঐ এঁচড়ে পাকা বলছে , আর বলছে , " চুপ! কাউকে বলিস না , দেখ ! ভালো লাগবে !"  কথাগুলো লিখতে গিয়েও বমি পাচ্ছে। আরও অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে কিন্তু সংক্ষেপে বলছি। ...