সম্পূর্না, an absolute ten on ten, so far!



বিশ্বব্যাপী প্রাসঙ্গিকতা

এই web series দেখে আমি স্তম্ভিত। I think the content has global relevance, since it not only addresses sexual molestation, it also highlights the evils of paedophilia; পৃথিবীর অসংখ্য মানুষ এই রোগের শিকার। অতএব এই নিয়ে লেখা, বলা বা web series এর প্রয়োজন আছে বৈকি, তা সে যতই uncomfortable হোক না কেন।

এঁচড়ে পাকা

আমি একজন অতি সাধারণ মানুষ। একটুআধটু লিখি, তবে কোনদিনও ভাবিনি এই নিয়ে লিখবো। আসলে 'এঁচড়ে পাকা' মন্তব্য-টি আমাকে নাড়িয়ে দিয়েছে। মুহুর্তের মধ্যে মনে হলো আমিই যেন সম্পূর্ণা আর ওর মামা কথাটা আমাকেই বলছেন। আমি বড় হয়েছি ঠাকুর চাকরদের সাথে। ছোটবেলা থেকে নাদুসনুদুস হওয়ায় অনেক বড়দের থেকেই molested হয়েছি। ফলে sex জিনিষটার প্রতি আমার একটা ঘেন্না জন্মেছিল। আমি ঐ ছোট্ট ছেলেটাকে যেন দেখতে পেলাম, আর তার অনেক অভিভাবক, domestic help এদেরও দেখলাম, সবাই যেন তাকে ঐ এঁচড়ে পাকা বলছে, আর বলছে, "চুপ! কাউকে বলিস না, দেখ! ভালো লাগবে!" 
কথাগুলো লিখতে গিয়েও বমি পাচ্ছে। আরও অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে কিন্তু সংক্ষেপে বলছি।

যৌন অভিযোজন বা জাতিগত অসহিষ্ণুতা

একটা বাচ্চার sexual orientation ও পাল্টে যেতে পারে through repetitive molestation, একই ঘটনার পুনরাবৃতি হতে হতে একটা মানুষের অভিযোজনও বদলে যেতে পারে।  গবেষণা তাইই বলে। আরো ভয়ানক, যখন একটা কাস্ট-এর বিরুদ্ধেও ধিক্কার জন্মায়;  প্রসঙ্গত বলি আমার এক ঘনিষ্ট বান্ধবী তার বাবার পরম বন্ধুর দ্বারা ধর্ষিতা হয়েছিলেন গঙ্গায় স্নান করতে যাবার অছিলায়, তার ধর্ষণকারীর নাম সুধীন দাশগুপ্ত। সেই নিষ্পাপ মেয়েটির বিয়ের ছাব্বিশ বছর পর ডিভোর্স হয়।  মেন্টাল ট্রমা এবং নানাবিধ মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে চলেছিল তার দাম্পত্য জীবন।  Practically, নো সেক্স।  সারা জীবন তার স্বামীকে 'বদ্যি বজ্জাত' বলে গেল। কাউন্সেলিং হলে হয়তো অন্যরকম হতে পারতো তার দাম্পত্য জীবন? স্বামী হিসেবে কেন একজন বদ্দিকেই বেছে নিয়েছিল সে?  শুধুমাত্র সুধীন দাশগুপ্ত-র শাস্তি তার স্বামী-কে দেবে বলে? 

পাপীও পাপ-এর শিকার

পরে এই নিয়ে অনেক পড়াশুনা, গবেষণা-র পর জানলাম that there is no original sin, the sinner is also a victim, তাই ধীরে ধীরে সবাইকে ক্ষমা করে আমি মুক্ত। কিন্তু তাদের কি হবে যারা মুক্ত হতে পারেনি?

চিকিৎসা

এই web series এর পরিচালককে আমি সাধুবাদ না জানিয়ে পারছি না যিনি এই জঘন্য crime এর ছবিটা আমাদের সামনে তুলে ধরেছেন। বারবারই তিনি সম্পুর্নার মাধ্যমে ক্রিমিনালদের জিজ্ঞেস করছেন 'তুমি চিকিৎসা করাবে? / তুমি চিকিৎসা করিয়েছো?' এটা যে একটা সামাজিক ব্যাধি সেটা তিনি বারবার বোঝাতে চাইছেন।  হাজার হাজার মানুষ, নারী-পুরুষ নির্বিশেষে এই যৌনরোগের প্রকোপে পড়েছেন।  অতএব, এই ব্যাধি-র চিকিৎসা-র প্রয়োজন। কারণ, একজন অপরাধীও অতীতের ভিক্টিম।  . তাই চিকিৎসাই একমাত্র সমাধান।  

উজ্জ্বল ভবিষ্যৎ

The series has a bright future, আমি চাইবো সবাই এটা বুঝুন that robbing humanity from a human being is the greatest crime that civilization has ever known, এই যে সম্পূর্ণা-র মামা বা ওর দেওয়র, এরা যে একেকজন monster হয়েছে, তারাও কিন্তু victim, তাদেরও কেউ monster বানিয়েছে। এই দিকটা কি এই series এ তুলে ধরা যেতে পারে? আর শেষটা কি এমন হতে পারে যে তারা নিজেরাই তাদের চিকিৎসার জন্য পদক্ষেপ নিচ্ছেন? অবশ্যই  একটা বাণিজ্যিক দিক-ও আছে I'm suggesting this with my limited visibility and understanding, because this is after all, a cinematic representation of reality, and not the reality, কাজেই সেই লিবার্টি-টা নেওয়াই যেতে পারে।  যদি পরিচালক এই সব দিক ভেবে দেখেন, তবে এই ওয়েব-সিরিজ এর এক উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে। 

সারা বিশ্বজুড়েই সামগ্রিক চিন্তাভাবনার অভাব

আমরা বাস্তবিক জীবনে অনেক কিছুই সমাধান করতে পারিনা কারণ আমরা সমস্যাটা আদৌ কেন হচ্ছে সেটা বুঝতে পারিনা। According to Peter Senge, a renowned systems thinker, sometimes understanding a problem leads to its solution, তাই বলছিলাম, যদি আমরা দেখাতে পারতাম আসতে আসতে সম্পূর্ণার শ্বশুর শাশুড়ি সবাই ওকে সমর্থন করলো, it being a representation of reality, and not reality itself, তাহলে কেমন হতো।

Hats off to the entire team

শুধু বিষয়বস্তু ভাল হলে একটা লেখা গল্প চলতে পারে, কিন্তু গল্পের চরিত্ররা জীবন্ত হয়ে উঠলে তাদের সু-অভিনয়-এর প্রয়োজন। এ ক্ষেত্রে বিষয়বস্তু-র সুযোগ্য সম্মান দিয়েছেন প্রতিটি চরিত্রের মন-ছোঁয়া অভিনয়। প্রত্যেকের অভিনয় *অসাধারণ*।

বিষয়বস্তু সমাজে একটি নিরাময় প্রভাব ফেলতে পারে

এই সিরিজ-টির যদি একটা হোলিস্টিক দৃষ্টিভঙ্গি থাকে তবে তা নিঃসন্দেহে সমাজের চিন্তাধারার আমূল পরিবর্তন আনতে পারে। বিনোদনের পাশাপাশি তাই এটি একটি মহৎ সমাজসেবা হবে।

দশ-এ দশ

You get a perfect ten on ten from a person who has been-there-done-that! I felt so connected with the content, with its flawless representation, that I think I have the right to rate it an absolute ten on ten! নিজেকে  Chimamanda Ngozi Adichie-র সেই গুণগ্রাহী পাঠকের মত‌ মনে হচ্ছে যিনি ওনাকে একবার বলেছিলেন, 'শুনুন, আপনার গল্পটা আমার খুব ভালো লেগেছে, তবে আপনি একটা sequel তৈরি করুন, আর তার শেষটা না এইরকম করুন'। আবেগের বশে হয়তো আমি অনেক suggestion দিয়ে ফেললাম। পুরো ইউনিটকে সাধুবাদ জানাচ্ছি। অশেষ ধন্যবাদ এবং অফুরন্ত আশীর্বাদ। 

#Sampurna #filmreview #webseries

Comments

Popular posts from this blog

Love আজ কাল পরশু - a review